সকলেই আল্লাহর প্রিয় বান্দা হতে চায়। তা হতে চাইলে আমাদের আল্লাহর পছন্দের কিছু কাজ – Good deeds Allah loves করতে হবে। আল্লাহ তায়ালার কাছে পছন্দের কাজ কী কী, তা জানা যায় বিভিন্ন হাদিসে।
What are good deeds Allah loves?
“And Allah loves the doers of good.” (3:34 of the Holy Qur’an) In its entirety, the verse reads, “Who spend [in the cause of Allah] during ease and hardship and who restrain anger and who pardon the people – and Allah loves the doers of good.”
আল্লাহর পছন্দের নেক আমল কি?
অর্থাৎ, কল্যাণ ও আমাদের ভালো কাজগুলোকে পরিপূর্ণ করা: “আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।” (পবিত্র কোরান 3:134) সম্পূর্ণ আয়াতটি পড়ে, “যারা স্বাচ্ছন্দ্য ও কষ্টের সময় [আল্লাহর পথে] ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে – এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।”
আল্লাহর পছন্দের ৭০টি নেক আমলের তালিকাঃ
হজরত আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.)–এর থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসুল (সা.) এর কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে বেশি পছন্দনীয়? রাসুল (সা.) বললেন, সময়মতো সালাত আদায় করা। আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.) জিজ্ঞেস করলেন, এরপর কোনটি? রাসুল (সা.) বললেন, বাবা–মায়ের সঙ্গে ভালো আচরন করা। আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.) জানতে চাইলেন, এরপর? রাসুল (সা.) বললেন, আল্লাহর রাস্তায়/ দ্বীন প্রতিষ্ঠায় জিহাদ করা। আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা.) বললেন, নবী (সা.) এই সম্পর্কেই আমাকে বলেছেন। আমি রাসুল (সা.)–কে আরও অনেক বেশি প্রশ্ন করলে, রাসুল (সা.) আমাকে আরও জানাতেন।
বুখারি হাদিসে আচার–ব্যবহার পর্বে বর্ণিত অধ্যায়ে মানুষের সৎ স্বভাব সম্পর্কে নানা গুণের কথা বলা হয়েছে। সেসবের মধ্যে আছে:
১. মা-বাবার সঙ্গে বিনয়–দয়ামায়া ও নম্রতায় পরিপূর্ণ অতি উচ্চমানের সৌজন্যমূলক আচরণ করা—তারা মুসলিম বা অমুসলিম যা–ই হোক না কেন।
২. কারও ন্যায্য প্রাপ্য আটকে না রেখে দ্রুত দিয়ে দেয়া।
৩. দারিদ্র্যের ভয়ে কন্যাশিশুকে বা সন্তান হত্যা না করা।
৪. মিথ্যা না বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকা।
৫. সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে শিরক না করা।
৬. অন্যায়ভাবে কাউকে হত্যা না করা।
৭. সালাত আদায় করা।
৮. যাকাত দেওয়া।
৯.সর্বদা পবিত্র থাকা।
১০. আপনদের সাথে এবং প্রতিবেশিদের সাথে সম্পর্ক বজায় রাখা।
১১. সন্তানদের প্রতি আদর–স্নেহ পোষন করা।
১২. নিকটাত্মীয়দের প্রতি ভালো ব্যবহার করা।
১৩. এতিম, গরিব ও দুস্থ ও বিধবাদের ভরণপোষণের চেষ্টা করা এবং তাদের সাহায্য করা।
১৪. জীব জন্তুর প্রতি দয়া দেখানো।
১৫. বৃক্ষ রোপণ করা।
১৬. সঙ্গী-সাথি, পথিক ও দাস-দাসীর সঙ্গে উত্তম ব্যবহার করা।
১৭. মেহমানের হক আদায় করা।
১৮. অশালীনতা বর্জন করা এবং হাসিমুখে মিষ্টি ভাষায় কথা বলা ।
১৯. সব ধরনের কাজে নম্র থাকা।
২০. মোমিনদের পারস্পরিক সহযোগিতা করা ও সৎ পরামর্শ দেওয়া।
২১. দানশীল হওয়া, কৃপণতা পরিহার করা।
২২. পারিবারিক কাজে সময় দেওয়া।
২৩. আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা।
২৪. অন্যকে উপহাস বা হেয় না করা।
২৫. কাউকে গালি ও অভিশাপ না দেওয়া।
২৬. কাউকে খারাপ নামে না ডাকা।
২৭. কারও কুৎসা না করা।
২৮. পরচর্চাকারীর কাছে অন্যের সম্পর্কে অপবাদ বা দুর্নাম না করা।
২৯. মুনাফেকি বর্জন করা।
৩০. কারও অতি প্রশংসা না করা।
৩১. আত্মীয়–অনাত্মীয় নির্বিশেষে ন্যায়বিচার করা।
৩২. কারও প্রতি জুলুম না করা।
৩৩. কারও প্রতি বিদ্বেষ পোষণ না করা।
৩৪. জাদু-টোনা না করা।
৩৫. কারও প্রতি বিরূপ ধারণা পোষণ না করা।
৩৬. অন্যের ত্রুটি খোঁজার জন্য গোয়েন্দাগিরি না করা।
৩৭. আন্দাজ করা থেকে বিরত থাকা।
৩৮. অন্যের ত্রুটি গোপন করা।
৩৯. অহংকার সম্পূর্ণরূপে বর্জন করা।
৪০. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।
৪১. অন্যের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ না রাখা।
৪২. আল্লাহর প্রতি অবাধ্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।
৪৩. আপন লোকের সঙ্গে যথাসম্ভব বেশি বেশি সাক্ষাৎ করা।
৪৪. পুণ্যবান সঙ্গীর বাড়িতে আহার করা।
৪৫. সম্মানিত ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সময় উত্তম পোশাক পরা।
৪৬. মুসলিমদের সঙ্গে সৌভ্রাতৃত্বে আবদ্ধ থাকা।
৪৭. আলজিব বের করে উচ্চস্বরে না হাসা।
৪৮. সৎ কাজ করতে এবং আল্লাহর আদেশ-নিষেধ জেনে নিতে লজ্জাবোধ না করা।
৪৯. ধৈর্যশীল হওয়া।
৫০. লজ্জাশীল হওয়া।
৫১. সরাসরি কাউকে তিরস্কার না করে সাধারণভাবে নসিহতের মাধ্যমে ভুল শুধরে দেওয়া।
৫২. কাউকে কাফির না বলা।
৫৩. কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করা।
৫৪. ক্রোধ দমন করা।
৫৫. মানুষকে ক্ষমা করা।
৫৬. কথায় ও কর্মে সহজতা ও সরলতা অবলম্বন করা।
৫৭. আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের ক্ষেত্র ছাড়া ব্যক্তিগত কারণে কারও কাছ থেকে প্রতিশোধ গ্রহণ না করা।
৫৮. মানুষের পরিবেশ ও পরিস্থিতির প্রতি লক্ষ করে নসিহত প্রদান করা।
৫৯. নিজ পরিবার–পরিজনের সঙ্গে হাসিতামাশা করা।
৬০. একই রকমের ভুল কাজ দ্বিতীয়বার না করা।
৬১. সংশ্লিষ্ট সবার অধিকারের প্রতি মনোযোগী থেকে প্রত্যেকের অধিকার আদায় করা।
৬২. বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা।
৬৩. আগন্তুককে মারহাবা বলে স্বাগত জানানো।
৬৪. সময়কে গালি না দেওয়া।
৬৫. ভালো নাম রাখা এবং ভালো নামে ডাকা।
৬৬. আশ্চর্য বোধ করলে আল্লাহু আকবার ও সুবহানাল্লাহ বলা।
৬৭. ঢিল ছোড়া থেকে বিরত থাকা।
৬৮. হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা এবং হাই উঠলে মুখ ঢাকা।
৬৯. রোগীর সেবা করা।
৭০. কেউ মারা গেলে জানাজায় অংশ নেওয়া।
৭১. কেউ দাওয়াত দিলে কবুল করা।
৭২. সালামের জবাব দেওয়া।
৭৩. মজলুমকে সাহায্য করা।
৭৪. শপথ পূর্ণ করা।
List of works that Allah likes/good deeds Allah loves
In Bukhari Hadith, in the chapter on manners, various qualities are mentioned about the good nature of people. Among them are:
1. To treat one’s parents with the highest standard of courtesy, full of modesty and humility, whether they are Muslims or non-Muslims.
2. To give one’s dues quickly without withholding them.
3. Not to kill a girl child or child for fear of poverty.
4. Not telling lies, refraining from bearing false witness.
5. The greatest sin is not associating partners with Allah.
6. Not killing anyone unjustly.
7. Praying
8. giving zakat
9. Always remain chaste.
10. Maintaining relations with relatives and neighbors.
11. To cherish children.
12. Be kind to relatives.
13. To try and help the orphans, the poor and the distressed and the widows.
14. Showing kindness to animals.
15. planting trees
16. Treating companions, wayfarers and slaves well.
17. Realizing guest’s rights.
18. Abstain from indecency and speak sweetly with a smile.
19. Be humble in all things.
20. Mutual cooperation and honest advice to believers.
21. Being charitable, avoiding stinginess.
22. Giving time to family activities.
23. Loving someone for the sake of Allah.
24. Not mocking or belittling others.
25. Do not abuse or curse anyone.
26. Do not call anyone bad names.
27. Don’t insult anyone.
28. Do not slander or slander others to gossipers.
29. Avoid hypocrisy.
30. Don’t praise anyone too much.
31. To do justice irrespective of relatives.
32. Do not oppress anyone.
33. Do not hold grudges against anyone.
34. No witchcraft.
35. Don’t be prejudiced against anyone.
36. Not spying to find faults in others.
37. Avoid guessing.
38. Concealing the faults of others.
39. Abandoning ego completely.
40. Maintaining kinship ties.
41. Do not stop talking with others for more than three days.
42. Severing ties with those who disobey Allah.
43. Meet your people as much as possible.
44. Eating at the house of a virtuous companion.
45. Dress well when meeting a dignitary.
46. To be bound in brotherhood with the Muslims.
47. Don’t laugh out loud.
48. Do not be ashamed to do righteous deeds and to know the commands and prohibitions of Allah.
49. be patient
50. to be shy
51. Correcting wrongs by general admonition without directly reprimanding someone.
52. Do not call anyone a kafir.
53. Showing strictness against infidels and hypocrites.
54. Suppressing anger.
55. Forgive people.
56. Adopting ease and simplicity in words and actions.
57. Not to take revenge from anyone for personal reasons except in the case of violation of Allah’s prohibition.
58. Giving advice to the environment and situation of the people.
59. Laughing with your family.
60. Don’t make the same mistake twice.
61. Respecting the rights of all concerned and realizing the rights of everyone.
62. Respect the elders, love the younger.
63. Welcoming the visitor as Marhaba.
64. Don’t waste time.
65. Having good names and being called good names.
66. If you feel surprised, say Allahu Akbar and Subhanallah.
67. Refrain from throwing stones.
68. Say Alhamdulillah when you sneeze and cover your face when you yawn.
69. Patient care.
70. Attending the funeral when someone dies.
71. Accepting someone’s invitation.
FAQ: What are good deeds Allah loves?
- Obedience.
- Fulfilling Obligatory Duties (Fard).
- Avoiding Prohibited (Haram) Things.
- Performing Nawafil Prayers.
- Learning and Reciting Quran.
- Dhikr (Allah’s Remembrance).
- Making Dua.
- Voluntary Fasting.
FAQ: আল্লাহর পছন্দের কিছু কাজ
১. আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি?
– সময়মতো নামাজ আদায় করা, মাতাপিতার সঙ্গে সদাচরণ করা, আল্লাহর পথে সংগ্রাম করা।
২. সবচেয়ে উত্তম কাজ কোনটি?
– অসহায় মানুষের জন্য খরচ করা, অন্যকে খাবার খাওয়ানো, চরিত্র সুন্দর হওয়া ও করা, মীমাংসার মিটিয়ে নেওয়া, পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা
৩. আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য কোনটি?
– আল্লাহর কাছে অধিক পছন্দনীয় বাক্যটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি) অর্থাৎ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। (সুবহানাল্লাহিল আজিম) অর্থাৎ মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।